রোগীর মৃত্যুর পরে নার্স-আয়াদের মারধর, হাসপাতাল কর্তৃপক্ষের মামলা
বাগেরহাট সদর হাসপাতালে বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর এবং নার্স ও আয়াদের মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমুায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বিকাল ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় নমিতা পাল (৭২) নামে এক রোগী হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনরা জানান, তাদের পক্ষে খুলনায় নেওয়া সম্ভব না। তখন তার চিকিৎসা শুরু করা হয়। অক্সিজেনসহ সব ধরনের সুবিধা দেওয়া হয়। সন্ধ্যায় নমিতা পাল মারা যান।’
‘এরপর ক্ষুব্ধ হয়ে তার স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান এবং কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করেন। আমাদের সিনিয়র স্টাফ নার্স মিনারা খানম, আয়া কোমেলা বেগম ও লাবনী বেগম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আজ মামলা দায়ের করা হয়েছে’— বলেন ডা. কে এম হুমুায়ুন কবির।
নমিতা পাল বাগেরহাট শহরের বণিকপট্টি এলাকার মনিমোহন পালের স্ত্রী।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ‘এ ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Comments