মানিকগঞ্জে আরও ১ করোনা রোগী শনাক্ত
মানিকগঞ্জে আরও এক জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। নতুন আক্রান্ত ব্যক্তি মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আজ সোমবার মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গতকাল সকালে নিজে হাসপাতালের ল্যাবে গিয়ে নমুনা সংগ্রহ করতে বলেন। এরপর, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওই দিনই ঢাকায় (আইইডিসিআর) পাঠানো হয়। আজ হাতে পাওয়া রিপোর্টে জানা গেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
এর আগে, সিংগাইর উপজেলায় চার জন, শিবালয় উপজেলায় এক জন পুলিশ সদস্য, হরিরামপুর উপজেলায় এক জন প্রেস-ব্যবসায়ী এবং মানিকগঞ্জ পৌর এলাকায় এক জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
Comments