পা কেটে নিয়ে জয় বাংলা শ্লোগান: মোবারক হত্যার প্রধান সহযোগী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে মোবারক নামে একজনের পা কেটে নিয়ে 'জয় বাংলা' শ্লোগানে মিছিল করার ঘটনায়, প্রধান সহযোগী জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে মোবারক নামে একজনের পা কেটে নিয়ে 'জয় বাংলা' শ্লোগানে মিছিল করার ঘটনায়, প্রধান সহযোগী জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রাম থেকে জুয়েল কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘র‍্যাবের একটি দল তারুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবারক হত্যার প্রধান সহযোগী জুয়েলকে গ্রেপ্তার করে। তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

গত ১২ এপ্রিল হাজিরহাটি গ্রামে মোবারকের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে হাতে নিয়ে 'জয় বাংলা' শ্লোগানে মিছিল ও উল্লাস করে প্রতিপক্ষ। গুরুতর আহতাবস্থায় চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান মোবারক।

আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জনেরও বেশি আহত হন।

Comments