লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা, গ্রেপ্তার ২

লালমনিরহাটের চর কুলাঘাটে জনসমাগম ঠেকাতে একটি চায়ের দোকানে কয়েকজনকে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার চর কুলাঘাটের ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুই জন হলেন— ওই এলাকার মৃত মোক্তার আলীর ছেলে মুসা আলী (৩৮) ও তার ছোট ভাই হযরত আলী (২৫)।
পুলিশ জানায়, জনসমাগম ঠেকাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল। সে সময় চর কুলাঘাট ওয়াপদা বাজার এলাকায় চায়ের দোকান খোলা রেখে কয়েকজন চা পান করছিলেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনকে এক শ টাকা করে জরিমানা করে দোকান বন্ধ করে দেওয়া হয়। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিক্ষুব্ধ লোকজনকে নেতৃত্ব দেওয়া দুই জনকে আটক করে পুলিশ।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ‘আটক দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।’
Comments