হবিগঞ্জে চিকিৎসক-নার্সসহ ১০ করোনা রোগী শনাক্ত
হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে আট জন পুরুষ ও দুই জন নারী। এ নিয়ে জেলার করোনাভাইরাসে আক্রান্ত ১১ জনকে শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন একেএম মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে তাদের নমুনা পরীক্ষা করা হয়। আজ রাতে পাওয়া ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সদস্য অমিতাভ পরাগ তালুকদার।
তিনি জানান, শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে বানিয়াচংয়ে তিন জন, লাখাইয়ে তিন জন, আজমিরীগঞ্জে দুই জন, বাহুবলে একজন ও চুনারুঘাটে রয়েছেন একজন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল জেলায় প্রথম এক করোনা রোগী শনাক্ত হয়।
Comments