কিশোরগঞ্জে ৪১ চিকিৎসকসহ ১৪১ জন করোনাক্রান্ত
কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪১ জন চিকিৎসক, ১০ জন নার্স ও ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
আজ মঙ্গলবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
তিনি জানান, ভৈরব, কটিয়াদি, তারাইল, করিমগঞ্জ— এই চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা সীমিত করা হয়েছে। এসব স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন মূলত অনলাইনে বেশি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সবশেষ গতকাল ৬৭ জনের করেনাা পরীক্ষার ফল পজিটিভ বলে জানা যায়।
Comments