দেশে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল, মোট মৃত্যু ১১০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, মারা গেছেন আরও নয় জন। এখন পর্যন্ত মারা গেছেন ১১০ জন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৩৪ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১১০ জন এবং প্রথম আক্রান্তের পর ৪৪ দিনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জনে পৌঁছেছে।
আরও পড়ুন:
Comments