অভিবাসন সাময়িক বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

করোনাভাইরাস মহামারিতে ‘অদৃশ্য শত্রু’ মোকাবিলায় সাময়িকভাবে অভিবাসন বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার সকালে এক টুইটবার্তায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘অদৃশ্য শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এবং মার্কিন নাগরিকদের কাজ রক্ষার প্রয়োজনে আমি যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অভিবাসন স্থগিতের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছি।’
সিএনএনএন বলছে, কোন আইনি কাঠামোর মাধ্যমে তিনি এ কাজ বাস্তবায়ন করবেন, কত দিনের জন্য, এ সময় দেশের সীমানা পারাপারের ব্যবস্থা কী এবং যারা ইতোমধ্যে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে, সেসব বিষয়ে কিছু জানাননি ট্রাম্প।
— Donald J. Trump (@realDonaldTrump) April 21, 2020
দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নির্বাহী আদেশের ব্যাপারে আর কোনো তথ্য দিতেও অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।
করোনাভাইরাস মহামারিতে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব মতে, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪২ হাজার ৩৬৪ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৯৬০ জনে।
Comments