সোনাগাজীর করোনা আক্রান্ত যুবককে ট্রমা সেন্টারে স্থানান্তর

স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর সোনাগাজীতে করোনায় আক্রান্ত সেই যুবককে ফেনী ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। আজ বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল তাকে ট্রমা সেন্টারে নিয়ে যায়।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আক্রান্ত ব্যক্তিকে গতকাল বিকেলে সোনাগাজীর বাড়ী থেকে ফেনী ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে তৃতীয় তলায় একটি কক্ষে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে।’

আক্রান্ত যুবক সোনাগাজীর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। গত ১৬ এপ্রিল অসুস্থ বোধ করলে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদার হাট পাঠানো হয়। ২০ এপ্রিল রাতে পাওয়া রিপোর্টে তিনি পজেটিভ শনাক্ত হয়েছেন।

ওই ক্লিনিকের সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং তার বাড়িসহ আশেপাশের পাঁচ বাড়ি লকডাউন করা হয়েছে।

Comments