খুচরা বেচাকেনা বন্ধ কারওয়ানবাজারে

ফাইল ছবি স্টার

রাজধানীর কারওয়ান বাজারে এখন থেকে শুধু পাইকারি বেচাকেনা চলবে, খুচরা বেচাকেনা বন্ধ। তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে খুচরা বিক্রেতারা বসবেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (তেজগাঁও জোন) রুবাইয়াত জামান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা এখন থেকে তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বিক্রি করবেন। ইতোমধ্যে সিটি করপোরেশন নির্দিষ্ট দূরত্বে বসার জন্য জায়গা ঠিক করে দিয়েছে।’

‘বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেন তিনি।

তিনি বলেন, কারওয়ান বাজারে পাইকারি ব্যবসায়ীরা রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করবেন। মাছের আড়তদার ও বিক্রেতারা ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ব্যবসার জন্য সময় পাবেন।

কারওয়ান বাজারে আসা গাড়ি সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি ও হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে ঢুকতে পারবে। বেরোনোর জন্য পেট্রোবাংলা ও টিসিবি ভবনের সামনের রাস্তা ব্যবহার করবে বলেও জানানো হয়েছে।

আইইডিসিআরের তথ্যমতে গতকাল সোমবার পর্যন্ত  কারওয়ান বাজার এলাকায় তিন জন করোনা আক্রান্ত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Yunus sets December deadline for polls preparations

Says past presiding or polling officials not to be reappointed where possible

12m ago