মানিকগঞ্জে ২ নারী করোনা আক্রান্ত
মানিকগঞ্জে আরও দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ দুই নারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক বলেন, স্বামী ও শিশুসন্তান নিয়ে এক নারী ঢাকা থেকে সর্দি, জ্বর নিয়ে ১৬ এপ্রিল বাবার বাড়িতে আসেন। ওই দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারী, তার স্বামী ও সন্তানের নমুনা সংগ্রহ করে করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা পজিটিভ আসে। তার স্বামী ও সন্তান করোনা আক্রান্ত নন।
ওই নারীকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, পৌর এলাকার এক নারী (৩০) কয়েক দিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। রোববার জেলা হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ (মঙ্গলবার) দুপুরে সেখান থেকে পাঠানো নমুনা পরীক্ষায় ফলে করোনা শনাক্ত নিশ্চিত হওয়া যায়। ওই নারীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।
Comments