উয়েফার সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ
ধীরে ধীরে কিছুটা উন্নতি হচ্ছে ইউরোপের অবস্থা। আগের চেয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। তাতে ফের মাঠে ফুটবল গড়ানোর আশা বাড়ছে। কিন্তু এখনও নিশ্চিত নয় কিছুই। তবে ফের মাঠে খেলা শুরু হলে ভালদেবাবাসে আলফ্রেড ডি স্টেফানো ট্রেনিং গ্রাউন্ডে মৌসুমের বাকি হোম ম্যাচগুলো খেলতে চায় রিয়াল মাদ্রিদ। আর এর জন্য উয়েফার কাছে অনুমতিও চেয়েছে তারা। এমন সংবাদই প্রকাশ করেছে মার্কাসহ বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম।
এর মধ্যে লিগের ম্যাচগুলো আলফ্রেড ডি স্টেফানো ট্রেনিং গ্রাউন্ডে আয়োজনের অনুমতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোর জন্য উয়েফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রিয়াল। তবে উয়েফা এ ব্যাপারে দ্বিমত করবে না বলেই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। এ গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা ৬ হাজার। মূলত রিয়ালের অনুশীলনের পাশাপাশি বি দলের ম্যাচ আয়োজন হয় এখানে।
মূলত বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই আলফ্রেড ডি স্টেফানো ট্রেনিং গ্রাউন্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।বর্তমানে সান্তিয়াগো বার্নাব্যুর সংস্কারকাজ চলছে। যদিও স্পেনে জরুরী অবস্থা জারি হওয়ায় আপাতত স্থগিত রয়েছে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় গত সপ্তাহে জরুরী অবস্থা কিছুটা শিথিল করেছে স্প্যানিশ সরকার। তাই আবারও বার্নাব্যুর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তাই বার্নাব্যুতে ম্যাচ আয়োজন করতে গেলে সংস্কারকাজ আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
এছাড়া ভাবনায় রয়েছে আরও একটি বিষয়, বার্নাব্যুতে হাজার হাজার দর্শকের সামনে খেলে থাকে রিয়ালের খেলোয়াড়রা। দর্শক শূন্য সে মাঠে খেলতে গেলে কিছুটা মানসিক চাপে ভুগতে পারে তারা। কারণ পরিস্থিতির বিবেচনায় ফের মাঠে ফুটবল গড়ালেও সেটা ফাঁকা মাঠেই হওয়ার কথা। খেলোয়াড় এবং কর্মকর্তারা দুই পক্ষই ট্রেনিং গ্রাউন্ডে খেলতে রাজি বলে সংবাদ প্রকাশিত হয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
লিগে এখনও ৬ হোম ম্যাচ বাকি রিয়ালের। এইবার, ভ্যালেন্সিয়া, মায়োর্কা, গেটাফে, আলাভেস ও ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অবশ্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে খেলবে তারা। ঘরের মাঠে ইংলিশ দলটির কাছে ১-২ গোলের ব্যবধানে হেরেছিল তারা।
Comments