করোনায় আক্রান্ত এক কারারক্ষী

ছবি সংগৃহীত

হাসপাতালে থাকা বন্দীদের পাহারা দেওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন।

কারা কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনের শেষে ওই কারারক্ষী বকশীবাজারের পুরাতন কেন্দ্রীয় কারাগারে থাকতেন। গত রবিবার তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।

জেলার মো. মাহবুবুল ইসলাম বলেন, ‘আমরা তাকে সেদিনই নমুনা পরীক্ষার জন্য যেতে বলি। আজ প্রকাশিত রিপোর্টে তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

সাম্প্রতিক সময়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যাননি। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান ওই কর্মকর্তা।

Comments