দুর্গম পাহাড়ের ২৫ পরিবারের পাশে এক বৌদ্ধ ভিক্ষু

করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট অচলাবস্থায় দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটির এক বৌদ্ধ ভিক্ষু। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, লংগদু উপজেলা শাখার সভাপতি ভদন্ত সুগত লংকার থের এ ত্রাণ বিতরণ করেন।
আজ মঙ্গলবার পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, লংগদু উপজেলা শাখার উদ্যোগে দুর্গম রাঙ্গাপানিছড়া এলাকায় ২৫ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ দেন তিনি। মোট ২৫ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু ও সাবান বিতরণ করেন ওই ভিক্ষু।
তিনি বলেন, ‘দুর্গম এলাকার অনেক অসহায় পরিবার না খেয়ে আছে। আমি খবর জানার পরে সাধ্য অনুযায়ী ত্রাণ দিয়েছি। যতদিন করোনার প্রভাব থাকবে আমার সহযোগিতা অব্যহত থাকবে।’
এর আগে একই এলাকার কয়েকটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছিলেন ওই ভিক্ষু। এছাড়া লংগদু উপজেলায় যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদেরকেও নিয়মিত সাহায্য করছেন তিনি।
Comments