জামালপুরে ওএমএসের চাল জব্দ, আ.লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ করা ৭১০ কেজি চাল জব্দ করে গতকাল সোমবার দুই জনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। র্যাবের ওই মামলায় আজ মঙ্গলবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল মুন্নাফ স্থানীয় চালের ডিলার এবং বকশীগঞ্জের বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রতি কেজি ১০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি করার কথা থাকলেও মুন্নাফ ৭১০ কেজি ওএমএসের চাল কালোবাজারি করেছে।’
তিনি জানান, তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বাটাজোর নতুনবাজারের একটি বাড়ি থেকে র্যাব চালগুলো উদ্ধার করে। বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবুল কালাম চালগুলো ওই ডিলারের কাছ থেকে কিনে নেন এবং একটি ভাড়া বাড়িতে মজুদ করে রাখেন। র্যাব গতকালই ওই আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করে।
তিনি আরও জানান, আজ দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ মুন্নাফকে গ্রেপ্তার করলেও আবুল কালাম এখনও পলাতক রয়েছেন।
Comments