চাঁপাইনবাগঞ্জে আরও ১ করোনা রোগি শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আরও এক করোনা রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দুই।

আজ মঙ্গলবার রাতেই শনাক্ত রোগীর আশপাশের ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

চাঁপাইনবাগঞ্জের সিভিল সাজর্ন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সদর উপজেলার কবিরাজপাড়া গ্রামের ৩৫ বছর বয়সী এক নির্মাণ শ্রমিক গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসে। পরদিন ১৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রাত সাড়ে ৮টার দিকে পাওয়া রিপোর্টে ওই ব্যক্তির নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। তার কোনো উপসর্গ না থাকায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে, গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। তিনিও নারায়নগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যান।

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

2h ago