জিও’র ৯ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনেছে ফেসবুক
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম সংস্থা জিও এর ৯ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।
আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ফেসবুক মোট ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করে এ শেয়ার কিনেছে। যারা ছোট আকারে ব্যবসা শুরু করতে চান এখন থেকে তাদের সঙ্গে রিলায়েন্স ই-কমার্সের যোগাযোগ সম্ভব হবে বলে ফেসবুক জানিয়েছে। পাশাপাশি এরসঙ্গে থাকবে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে সহযোগিতা করার বিষয়টিও।
গুগল পে এবং পেটিএম-এর মতো ডিজিটাল লেনদেনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় হোয়াটসঅ্যাপও। ইতোমধ্যে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালুর অনুমোদনও পেয়েছে।
এ পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় ৪০০ মিলিয়ন মানুষ। অর্থাৎ, মোট স্মার্টফোন ব্যবহারকার ৮০ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
অন্যদিকে, টেলিকম সংস্থা রিলায়েন্স জিও বাজারে আসে ২০১৬ সালের শেষে। তিন বছরের মধ্যে এর গ্রাহক সংখ্যা ৩৭ কোটিতে পৌঁছেছে এবং জিও ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাতেও পরিণত হয়েছে।
Comments