অসুস্থ কিম, আরোগ্য কামনায় ট্রাম্প
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। সিএনএন এমন খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়ার কঠোর গোপনীয়তা নীতির কারণে এখনও এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি কেউই। এর মধ্যেই কিমের দ্রুত আরোগ্য কামনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
গতকাল মঙ্গলবার সিএনএন জানায়, উত্তর কোরীয় নেতা কিম জং উনের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। অস্ত্রোপচারের পর সংকটজনক হয়ে গেছে তার শরীরের অবস্থা।
দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকে জানায়, অতিরিক্ত ধূমপান, মুটিয়ে যাওয়া এবং অধিক পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়ায় ১২ এপ্রিল তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন হিয়াংসান কাউন্টিতে নিজ বাসভবনে বিশ্রামে আছেন।
নিউজ ১৮র খবরে বলা হয়, কিমের শারীরিক অবস্থা ভালো নাকি খারাপ এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই ধরনের বেশ কিছু খবর প্রকাশ হয়েছে। এগুলো সত্য কিনা আমরা জানি না৷ আমার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। আমি শুধু তার দ্রুত আরোগ্য কামনা করি। কারণ এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর৷’
সিএনএনে প্রকাশিত খবর অনুযায়ী, কিমের শারীরিক অবস্থার ব্যাপারে কড়া নজরদারি চালাচ্ছে মার্কিন গোয়েন্দারা৷
ট্রাম্প সিএনএনে প্রকাশিত কিমের স্বাস্থ্য বিষয়ক খবরের বিষয়ে বলেছেন, ‘আমি শুধু কিম জং উনের জন্য শুভকামনা করছি৷ কারণ যে ধরনের মেডিকেল রিপোর্টের কথা বলা হচ্ছে তা খুবই উদ্বেগজনক৷ কেউ এখনও এর সত্যতা স্বীকার করেনি৷ সিএনএন প্রথম এই রিপোর্টগুলো সামনে এনেছে৷ যদিও সিএনএনের কোনো দাবিকেই আমি খুব একটা বিশ্বাস করি না৷’
Comments