মাগুরায় প্রথম ও শরীয়তপুরে আরও ৩ করোনা রোগী শনাক্ত
মাগুরায় প্রথম ও শরীয়তপুরে আরও তিন জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মাগুরায় প্রথম হলেও শরীয়তপুরে মোট আক্রান্ত হয়েছেন ১১ জন। আজ বুধবার এ দুই জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। গত ১৭ এপ্রিল তিনি গাজীপুর থেকে মাগুরায় আসেন। তার বর্তমানে সুস্থ আছেন এবং বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। শারীরিক অবস্থা বুঝে প্রয়োজন হলে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হবে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হচ্ছে।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, মাগুরা থেকে আজ সকাল পর্যন্ত ১০২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ৯০ জনের করোনা নেগেটিভ এসেছে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, ইতিমধ্যে ওই গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া গত কদিনে আক্রান্ত ব্যাক্তি মিশেছেন এমন ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পাশাপাশি হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ জানান, আইসিডিডিআর,বি আজ থেকে পাঠানো রিপোর্টে তিন জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন জনের মধ্যে এক জন নারায়ণগঞ্জ ফেরত। গত ২০ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার জন্য আইসডিডিআর,বিতে পাঠানো হয়েছিল। তাদের বর্তমানে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
Comments