চাঁদপুরে নিখোঁজ শিক্ষার্থী শারমিনের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার কাকলির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন।
মতলব উত্তর থানা পুলিশ জানায়, আজ বুধবার সকাল ১১ টার দিকে ইসলামাবাদের সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলা করছিল। এ সময় ওই কিন্ডারগার্টেনের একটি বলে গেলে তারা তা আনতে গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা মরদেহটি শারমিন আক্তারের নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেয়। দুপুরে মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা ও ওসি (তদন্ত) শাহজাহান কামাল ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, ‘কে বা কারা শারমিনকে জবাই করে হত্যার পর তার মাথাবিহীন মরদেহটি স্কুলে রেখে গেছে। শারমিন প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তা মা রোকেয়া বেগম গত ২৮ মার্চ থানায় নিখোঁজের জিডি করেন।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরহেদ উদ্ধার করেছি। এটা অনেক আগের হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্ত পরে তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।’
শারমিনের মা রোকেয়া বেগম বলেন, ‘গত ২৮ মার্চ সকালে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এ ব্যাপারে আমি ২৯ মার্চ থানায় জিডি করি। তার লাশ পাওয়ার পর পরনের পোশাক দেখে আমি নিশ্চিত হই এটা আমার মেয়ে।’
Comments