গোপালগঞ্জে শনাক্ত ৩২ জনের মধ্যে পুলিশ ১৭ জন
গোপালগঞ্জে এ পর্যন্ত মোট ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জনই মকসুদপুর থানার পুলিশ সদস্য।
অন্যদের মধ্যে সদর উপজেলায় পাঁচ জন, টুঙ্গিপাড়ায় পাঁচ জন, কাশিয়ানীতে চার জন এবং কোটালীপাড়ায় একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, উপজেলায় কর্মরত ৬০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই ১৭ জনের মধ্যে দুই জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং বাকিরা কনস্টেবল।
তিনি আরও জানান, পুলিশের ওই ১৭ জনের মধ্যে ১৬ জনকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, এ জেলায় এ পর্যন্ত ৪৪৪ জনের পরীক্ষা করিয়েছি। এর মধ্যে ৩৭৯ জনের প্রতিবেদন পেয়েছি ও ৩২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি জানান, আক্রান্ত এক পুলিশ সদস্য জটিলতায় ভুগছেন। তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।
Comments