দুর্গম পাহাড়েও করোনা
বাংলাদেশের সবচেয়ে পুবের উপজেলা থানচিতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩৮ বছরের ওই ব্যক্তি দুর্গম বড় মদক এলাকার।
সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, আক্রান্ত ব্যক্তি বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে আছেন।
আক্রান্তের ছোট ভাই যিনি নিজেও হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন মোবাইল ফোনে জানান, গত ১০ এপ্রিল বড় মদকের বাড়িতে তার ভাইয়ের জ্বরের উপসর্গ দেখা যায়।
‘আমার ভাই বিদেশ ফেরত কিংবা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত কারও সান্নিধ্যে ছিলেন না, তবে মার্চের মাঝামাঝিতে একদিনের জন্য তিনি বান্দরবান শহরের একটি হোটেলে ছিলেন।’ প্রথম জ্বর আসার পাঁচ দিন পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, ‘গত সপ্তাহের বুধবার তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে সময় তার করোনার লক্ষণ ছিল না। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার কিছুদিন আগের জ্বরের কথা জানিয়েছিলেন তিনি।'
সিভিল সার্জন জানান, আক্রান্তের সংস্পর্শে আসা পুলিশ, চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের অন্যান্য স্টাফদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে থানচি থানার এক পুলিশ সদস্য ও লামা উপজেলায় এক নারীর করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়।
Comments