ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকসহ ৭ কর্মীর করোনা শনাক্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ সাত কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বুধবার জেলায় আরও একজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল জেলার ২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে মেডিকেল কলেজের সাত জন চিকিৎসক ও সাত জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের। তাদের মধ্যে ১২ জন চিকিৎসক ও নার্সসহ ২২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানান তিনি।
Comments