চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন এ তথ্য জানিয়েছেন।
ওই নারীর বাড়ি উপজেলার উথলী গ্রামে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়। আজ ভোরে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত ১৯ এপ্রিল তিনি যশোরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে থেকে তিনি অসুস্থ হয়ে ফিরে আসেন। গতকাল বিকালে তার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সমস্যা দেখা দেয়। রাতে তিনি মারা যান। ওই এলাকার পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ডা. জুলিয়েট পারউইন আরও বলেন, ‘আমরা নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছি। রিপোর্ট হাতে আসার পরে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
Comments