চাঁদপুরে আইসোলেশনে থাকা আরও ২ নারীর মৃত্যু
চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, তাদের দুজনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে ৭৫ বছর বয়সী এক নারী হাসপাতালে ভর্তি হন। তাকে করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ভোররাতে তার মৃত্যু হয়েছে। বুধবার ১৪ বছর বয়সী এক কিশোরী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। আজ সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হবে।
এ নিয়ে ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হলো।
Comments