করোনা আক্রান্ত সরকারি কর্মচারীদের পদ অনুযায়ী ক্ষতিপূরণ ঘোষণা
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সময়ে মাঠ প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সরকারি কর্মচারীদের কেউ দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হলে, বেতনের গ্রেড অনুযায়ী তাদের প্রাপ্য ক্ষতিপূরণ নির্ধারণ করেছে সরকার।
আজ অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়, করোনা আক্রান্ত হলে নবম গ্রেড (প্রথম শ্রেণি) সরকারি কর্মচারী ক্ষতিপূরণ পাবেন ১০ লাখ টাকা, আর মারা গেলে ৫০ লাখ টাকা। প্রথম গ্রেড পর্যন্ত সবাই এই হারে ক্ষতিপূরণ প্রাপ্য হবেন।
দশম থেকে চতুর্দশ গ্রেডের কর্মচারী আক্রান্ত হলে সাড়ে সাত লাখ টাকা, আর মারা গেলে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। পঞ্চদশ থেকে বিংশ গ্রেডের কর্মচারী আক্রান্ত হলে পাবেন পাঁচ লাখ টাকা আর মারা গেলে ২৫ লাখ টাকা।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ থেকে তাদেরকে এই অর্থ দেওয়া হবে। এই টাকা অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ করা করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ খাত থেকে দেওয়া হবে।
Comments