কুড়িগ্রামে গাজীপুর ফেরত আরও এক গার্মেন্টসকর্মী করোনা আক্রান্ত
কুড়িগ্রামের রৌমারীতে আজ বৃহস্পতিবার নতুন আরও একজনের কোভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।
জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর ফেরত ২৯ বছর বয়সী এক পুরুষ গার্মেন্টসকর্মীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের পরামর্শে স্থানীয় প্রশাসন করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে বলেও নিশ্চিত করেন সিভিল সার্জন।
গত ১৯ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হলে আজ বৃহস্পতিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে। এর মধ্যে রৌমারী উপজেলায় তিন জন, ফুলবাড়িতে একজন এবং কুড়িগ্রাম সদর উপজেলার একজন।
Comments