সিলেটে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
সিলেট শহীদ ডা. শামসুদ্দীন আহমদ সদর হাসপাতাল করোনার আইসোলেশন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী একজন মারা গেছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র দ্য ডেইলি স্টারকে জানান, জ্বর ও ফ্লুর লক্ষণ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐ বাসিন্দা বিকেল ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন এবং রাত ৮টার দিকে মারা যান।
তিনি বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পর দাফনের জন্য তার মরদেহ বাড়িতে পাঠানো হবে।’
Comments