হাসপাতাল থেকে পালিয়ে বাবার বাড়িতে ছিলেন করোনা আক্রান্ত নারী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত নারীকে পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনায় আক্রান্ত নারী পালিয়ে খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ তাকে খুঁজে বের করেছে। তাকে বর্তমানে শহীদ ডা. শামসুদ্দীন আহমদ সদর হাসপাতালে স্থাপিত করোনা আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হচ্ছে।’
হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে ওই নারী একটি সন্তানের জন্ম দেন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত কি না নিশ্চিত হতে নমুনা সংগ্রহরে পরে কোনো এক সময় তিনি পালিয়ে গিয়েছিলেন। গতকালই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়, তিনি করোনায় আক্রান্ত।
Comments