কুমিল্লায় আরও ৫ করোনা রোগী শনাক্ত
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত আট জনকে শনাক্ত করা হয়েছে। সব মিলেয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৪।
আজ শুক্রবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নেয়াতুজ্জামান।
তিনি বলেন, ‘শনাক্ত পাঁচ জনের মধ্যে দুই জন মুরাদ নগর উপজেলা, একজন তিতাস, একজন দেবীদ্বার ও অপরজন মনোহরগঞ্জ উপজেলার। শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনে উপজেলা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।’
তিনি জানান, এখন পর্যন্ত জেলা থেকে ১ হাজার ১০৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৭৭ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। যাদের মধ্যে ৪৪ জনের ফল পজিটিভ এসেছে।
Comments