যশোর ও ময়মনসিংহে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যশোরের চৌগাছা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, আজ সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই খলিলুর রহমানের (১৭) মৃত্যু হয়।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের চৌগাছা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, আজ সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই খলিলুর রহমানের (১৭) মৃত্যু হয়।

বজ্রপাতে আহত হয়েছেন আতিয়ার রহমান, রোস্তম আলী, কিনু বিশ্বাস, বাবুল ও মুক্তার। আতিয়ার রহমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টহলরত সেনা সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে গাড়িতে করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান।

খলিলুর রহমানের বাড়ি উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা-আফরা গ্রামে। তার বাবার নাম শাহিনুর রহমান গাজী।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, রোস্তমকে যশোর হাসপাতালে ও কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাবুল ও মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রাওটি গ্রামে বজ্রপাতে মঞ্জুরুল হক (৩২) নামে এক কৃষক মারা গেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা বলেন, ‘সকালে বাড়ির পাশে কাজ করছিলেন মঞ্জুরুল হক। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments