যশোরে আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু
যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী ও বৃদ্ধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের সংস্পর্শে আসা আরও পাঁচ জনের নমুনাও সংগ্রহ করা হয়েছে। তাদের আপাতত হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।’
হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে আসা ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি ঝিকরগাছা উপজেলায়। আজ ভোররাতে শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধ হাসপাতালে আসেন। ভোররাত ৪টার দিকে তিনি মারা যান। তার বাড়ি চৌগাছা উপজেলায়।
Comments