কক্সবাজারে আরও ২ জনের করোনা শনাক্ত

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে আজ শুক্রবার মোট ৭২ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে দুই জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এই দুই জনের মধ্যে একজন কক্সবাজার পৌর শহরের রুমালিয়ার ছড়া এবং অপরজন টেকনাফ উপজেলার পানিরছড়া গ্রামের বাসিন্দা। তারা এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরেন।
কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অনুপম বড়ুয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২ এপ্রিল থেকে এ ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত সেখানে মোট নয় জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। কক্সবাজার জেলায় প্রথম করোনা আক্রান্ত ৭৮ বছর বয়সী নারী বর্তমানে সুস্থ আছেন।
Comments