৪ দিন পরে ধর্ষণের মামলা নিল পুলিশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছরের এক মাদ্রসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু, অভিযোগ জানানোর পরে ওই শিক্ষার্থীর পরিবারের আন্দোলনের মুখে মামলা নিয়েছে পুলিশ।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা নিতে টালবাহানা করছিল পুলিশ।
আজ শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানায় ওই শিক্ষার্থী বাদি হয়ে মোট তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনার পাঁচ দিন হয়ে গেলেও মামলা না নেওয়া প্রতিবাদে এবং ধর্ষণের বিচার ও নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পড়ে শুয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বিকেলে মামলা নেয় পুলিশ।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত ১৯ এপ্রিল রাতে অভিযুক্ত যুবক তাদের মেয়ে ও মাদ্রাসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে সেখানে অজ্ঞাত ২ যুবকের সহায়তায় তাকে ধর্ষণ করে। বিষয়টি নিজের পরিবারকে জানায় ওই ছাত্রী। পরে অভিযুক্ত যুবকের পরিবারকে জানালে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাঁচ দিন না, তিন দিন আগে তারা অভিযোগ করেছে। যেহেতু তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল তাই তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। তদন্তের কারণেই মামলা নিতে দেরি হয়েছে।’
এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ সত্য না। মেয়ের বাবা চেয়েছেন পুলিশ যেন ওই ছেলের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশ তা না করায় মেয়ের পরিবার ক্ষোভে এ ধরনের অভিযোগ করছে।’
ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়া নিয়ে তিনি বলেন, ‘মামলার আগে থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অভিযুক্তের পরিবার ভুক্তভোগীদের হুমকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
‘ভুক্তভোগীদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে,’ বলে যোগ করেন তিনি।
Comments