আজ সকাল ১১টায় সরকারকে করোনা পরীক্ষার কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট আজ শনিবার সকাল ১১টার দিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হবে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের ছয় তলার মেজর হায়দার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কিট সরবরাহ করা হবে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি জানান, করোনা রোগীর রক্ত পাওয়ার পর গত কয়েকদিনে কিট অনেকবার পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তারা সফল হয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়ার পরে তারা যত দ্রুততার সঙ্গে পরীক্ষা করে আমাদের কিট উৎপাদনের অনুমতি দেবে, আমরা তত দ্রুত এগুলো উৎপাদন করে সরকারকে সরবরাহ করতে পারবো। আমাদের এ কিট দিয়ে অত্যন্ত অল্প খরচ ও অল্প সময়ে করোনা রোগী শনাক্ত করা যায়।’
আরও পড়ুন:
ড. বিজনের উদ্ভাবিত পদ্ধতিতে ৩৫০ টাকায় ১৫ মিনিটে করোনা শনাক্ত সম্ভব
অবশেষে করোনা রোগীর রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, সরকারকে কিট দিবে ২৫ এপ্রিল
কিট উৎপাদনের কাঁচামাল আমদানির অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র
গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে বৈদ্যুতিক গোলযোগ, কিট উৎপাদন বন্ধ
বৈদ্যুতিক সমস্যা কাটিয়ে করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্র
Comments