শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ৷ আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন৷
Moulavibazar_Map
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ৷ আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন৷

তিনি বলেন, গতকাল আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে। ২৬ বছর বয়সী ওই যুবক একটি বেসকারি ব্যাংকে কর্মরত৷

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ওই ভবনের অন্য পরিবারগুলোকেও বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

What is seat-sharing and why as a voter you should know about it

In the lead-up to the national election on January 7, 2024, parties that have committed to participating in the polls have put forth their nominees

1h ago