আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা

Abul Mansur Ahmed-1.jpg

করোনায় সারা পৃথিবীর মতো বাংলাদেশও সামাজিক (মানবিক) ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এমন ক্রান্তিলগ্নে উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার প্রয়াসে তার স্মৃতি পরিষদের উদ্যোগে ‘আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।

আজ শনিবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি আগামী ২১ মে পর্যন্ত চলবে।

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ইমরান মাহফুজ জানান, আয়না, ফুড কনফারেন্স, জীবন ক্ষুধা, আত্মকথা, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, বাংলাদেশের কালচার ও আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্পসহ তার যেকোনো বই নিয়ে রিভিউ লিখতে হবে।

বাংলা ভাষায় যেকোনো স্থান থেকে যেকোনো একটি বই নিয়ে অপ্রকাশিত নূন্যতম ৫০০-১০০০ শব্দের রিভিউটি #AbulMansurAhmad ফেসবুক পেজে পোস্ট করার সঙ্গে নিজের টাইমলাইনে পোস্ট করে হ্যাশট্যাগ দিতে হবে #আবুলমনসুরআহমদ #বুকরিভিউপ্রতিযোগিতা।

এ ছাড়া, লেখা সুতন্নিএমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে [email protected] ই-মেইলে যোগাযোগের ঠিকানাসহ পাঠাতে হবে।

এতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে তিন হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুই হাজার টাকা ও তৃতীয় পুরস্কার এক হাজার টাকা সমমূল্যের বই। এ ছাড়াও, অংশগ্রহণকারী সবার জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago