শরীয়তপুরে আরও ৩ করোনা রোগী শনাক্ত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আরও তিন জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ।
আজ শনিবার সকালে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৪ জনের দাঁড়ালো। এদের মধ্যে গত ৪ এপ্রিল একজন মারা গেছেন।
ডা. আব্দুর রশিদ বলেন, ‘২২ এপ্রিল আমরা আইসিডিডিআরবিতে তাদের নমুনা পাঠিয়েছিলাম। আক্রান্ত শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাদের বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে।’
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার ভূমখাড়া ইউনিয়ন এলাকার আক্রান্ত তিন জন গত সপ্তাহে পুরান ঢাকা থেকে বাড়ি ফেরেন। ৫৬ বয়সী ব্যক্তি জ্বর নিয়ে শরীয়তপুরে এসেছিলেন, তবে এখন তার জ্বর নেই। ৩৮ ও ৪০ বছর বয়সী অন্য দুজনের কোনো করোনার লক্ষণ নেই।
Comments