‘সংশপ্তক’ ফিরছে ৩০ বছর পর

‘সংশপ্তক’ নাটকের একটি দৃশ্যে হুমায়ুন ফরীদি ও ফেরদৌসী মজুমদার। ছবি: সংগৃহীত

করোনাকালে ঘরবন্দি মানুষের বিনোদনের জন্য জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’ পুনরায় প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন ইমদাদুল হক মিলন। পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন, আল মনসুর ও মোহাম্মদ আবু তাহের।

প্রায় ৩০ বছর পর আবার এই ধারাবাহিকটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে টেপ থেকে ধারাবাহিকটি ট্রান্সফারের কাজ শুরু করা হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন বিটিভির একজন কর্মকর্তা।

গত ৬ এপ্রিল থেকে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ প্রচার শুরু করার পর, দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে ‘সংশপ্তক’ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশন।

প্রতিদিন রাত সাড়ে ৮টা ও ৯টায় যথাক্রমে প্রচারিত হচ্ছে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’। গত ৬ এপ্রিল থেকে শুরু হওয়া বহুব্রীহি নাটকের বাকী অংশ প্রচার শেষ হলেই ‘সংশপ্তক’ প্রচারের পরিকল্পনা করা হয়েছে।

নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম আসাদ, মুজিবুর রহমান দিলু, মামুনুর রশীদ ও সুবর্ণা মুস্তাফা।

Comments

The Daily Star  | English

Food, Fast: Behind delivery boom lies a workforce without rights or recognition

Thousands of young Bangladeshis from rural, low-income backgrounds are entering the gig economy to sustain their education

12h ago