খুলনায় আইসোলেশনে থাকা ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। শিশুটিকে হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হাসপাতালের ফোকাল পারসন অব ফ্লু কর্নার ডা. শৈলেনন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডায়রিয়াজনিত সমস্যা থাকায় বাগেরহাটের কচুয়া থানা এলাকার এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন। গতকাল রাতে শিশুটিকে ভর্তি করা হয়। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শিশুটি করোনায় আক্রান্ত ছিল কি না নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
Comments