আইসোলেশনে মারা যাওয়া কিশোরী করোনায় আক্রান্ত ছিলেন
চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কিশোরী করোনায় আক্রান্ত ছিলেন। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকালে নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকার ওই কিশোরীর মৃত্যু হয়। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আইসোলেশনে নেওয়া হয়। ওই দিন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকার ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত চাঁদপুরে ২৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮টি রিপোর্ট এখনো হাতে আসেনি। শনাক্ত হয়েছেন ১৪ জন।
Comments