কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Coxs Map
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাহাদুর আলাম (৩২) নামে এক যুবক মারা গেছেন।

গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়নের মাতামুহুরী-চোঁয়ারফাঁড়ি মাছবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে আজ শনিবার ভোররাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

বাহাদুর চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হঠাৎই মোটরসাইকেল থেকে পড়ে যান বাহাদুর। সে সময় দ্রুতগতিতে আসা একটি ইজিবাইক তার মাথায় ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটি দুর্ঘটনার খবর শুনেছি। তবে, কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।’

Comments

The Daily Star  | English

Fakhrul welcomes election timeline set by interim govt

This meeting has truly become a turning point, says the BNP spokesperson

36m ago