জুয়ায় বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধর, ২ জুয়াড়ির জেল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়ার কারণে এক গ্রাম পুলিশকে মারধর করেছে দুই জুয়াড়ি। পরে ভ্রাম্যমান আদালত দুই জুয়াড়ির প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়ার কারণে এক গ্রাম পুলিশকে মারধর করেছে দুই জুয়াড়ি। পরে ভ্রাম্যমান আদালত দুই জুয়াড়ির প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল হক এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- উপজেলার আজিজনগর এলাকার মো. জাকারিয়া (২৫) এবং মো. সাজ্জাদ (২০)।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে আজিজনগর এলাকায় আট থেকে ১০ জন যুবক জুয়া খেলছিলেন। এসময় স্থানীয় এক গ্রাম পুলিশ তাদের বাঁধা দিলে জুয়াড়িরা তাকে মারধর করে।

খবর পেয়ে পুলিশসহ ইউএনও ঘটনাস্থলে গিয়ে দুই জুয়াড়িকে আটক করতে সক্ষম হন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক চলমান করোনা পরিস্থিতিতে সরকারি কর্মচারীকে কার্য সম্পাদনে বাঁধা প্রদান ও মারধর এবং অবহেলাজনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তারের সম্ভাবনার অভিযোগে দুই জুয়াড়ির প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

4h ago