নরসিংদীতে ১৪ স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন সুস্থ হয়েছেন
নরসিংদীতে গত ১২-১৩ এপ্রিল, এই দুই দিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৪ জনকে শনাক্ত করা হয়েছিল। এদের মধ্যে ১৪ স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ শনিবার নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএনএম মিজানুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল সুস্থ হওয়া ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
ডা. মিজানুর জানান, এই ১৭ জন ১০ দিনের মতো নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আইসোলেশনে থাকার পর তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। দুই ধাপে নমুনা পরীক্ষা করার পর তাদের রিপোর্ট নেগেটিভ আসায় ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, ছাড়পত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে সরকারি চিকিৎসক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী, কয়েকজন সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ রয়েছেন ১৪ জন। এ ছাড়া, একজন উপজেলা প্রকৌশলী ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকও রয়েছেন।
নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন জানান, নিয়মানুযায়ী আক্রান্ত হওয়ার সাত দিনের মধ্যে ১৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পরপর দুই বার নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের সবাইকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments