চৌগাছায় হাসপাতাল থেকে পালানো সন্তানসম্ভবা নারীর করোনা শনাক্ত

যশোরের চৌগাছা উপজেলায় এক সন্তানসম্ভবা নারী (২৮) করোনায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানোর পর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন।
গত বুধবার চৌগাছা উপজেলায় দুজন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া শুক্রবার করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ‘গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা সন্দেহে তিনজনের নমুনা পাঠানো হয়। ওই নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে শুক্রবার পরীক্ষা করা হয়। সেখান থেকে উপজেলার পাশাপোল ইউনিয়নের বানুড়হুদা গ্রামের ওই নারী করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।’
এদিকে গত বুধবার দুজন করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে চৌগাছা পৌরসভা এবং পরে বৃহস্পতিবার চৌগাছা উপজেলাকে লকডাউন করা হয়।
Comments