বাংলাদেশকে ১০ হাজার পিপিই দিল সিএমসি

সিএমসির লোগো

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০ হাজার পিপিই অনুদান দিয়েছে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ও চায়না জেনারেল টেকনোলজি গ্রুপ (জিটি)।

এছাড়াও তারা বাংলাদেশকে মাস্কসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীও অনুদান দিয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এসব সামগ্রী হস্তান্তর করে সিএমসি।

অনুদানের মধ্যে আছে ১০ লাখ মাস্ক, ১০ হাজার পিপিই, ১০ হাজার গগলস ও ২ হাজার কপালের তাপমাত্রা পরিমাপক থার্মোমিটার।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এসব অনুদানের প্রথম চালান ঢাকায় পৌঁছায়।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago