বাউফলে করোনা রোগীদের সরানোর দাবিতে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের আইসোলেশন সেন্টারে থাকা করোনায় আক্রান্ত পাঁচ রোগীকে অন্যত্র স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ শনিবার দুপুরে বিক্ষোভকারীরা ঘণ্টাব্যাপী কলেজ সড়ক ও কালাইয়া লঞ্চঘাট সড়ক অবরোধ করে। এসময় সড়কে গাছ, কাঠ ও বাঁশ ফেলে বিক্ষোভ করে তারা।
লোকালয়ে নয়, এ ধরনের রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা অন্যত্র হাসপাতালে রোগীদের চিকিৎসার দাবি জানান বিক্ষোভকারীরা।
এলাকাবাসী জানায়, গত সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে আসা ৫ জনকে
ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণিকক্ষে কোয়ারেন্টিনে রাখে পুলিশ। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়।
গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা নিশ্চিত করেন ওই পাঁচ জনই করোনায় আক্রান্ত। কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে রেখে তাদের চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘চিকিৎসকদের অভিমত
অনুযায়ী যেহেতু আক্রান্ত ব্যক্তিদের শারীরিকভাবে গুরুতর কোনও সমস্যা আপাতত
দেখা যায়নি, তাই পুলিশ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে বোঝানো হয়েছে। এখন ওই কলেজে রেখেই আপাতত তাদের চিকিৎসা চলবে।’
Comments