তেঁতুলিয়ায় আরও ১ জনের করোনা শনাক্ত

স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের তেঁতুলিয়ার এক গ্রামে ৪৫ বছর বয়সী আরও এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্ত হওয়া ব্যক্তি করোনা আক্রান্ত এক জনের সংস্পর্শে সংক্রামিত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৭ এপ্রিল জেলায় প্রথমবারের মতো ৪২ বছর বয়সী এক জন করোনা শনাক্ত হন। তিনি ঢাকা ফেরত ছিলেন। নতুন আক্রান্ত ব্যক্তি তার প্রতিবেশী এবং তার বাড়ির কাজে সহযোগিতা করতেন। বর্তমানে তিনি সুস্থ্য আছেন। ওই বাড়িতে যাতায়াত করা তিন জন হোম কোয়ারেন্টিনে ছিলেন।

তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল হক বলেন, ‘নতুন শনাক্ত হওয়া ব্যক্তির বাড়িসহ আশপাশের ৫০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।’

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা চার জনে দাঁড়ালো। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় দুই জন নারী ও একজন পুরুষ এবং বোদা উপজেলায় একজন পুরুষ আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হওয়ার পর থেকে পঞ্চগড় জেলা থেকে এ পর্যন্ত ২৫৬ টি নমুনা পাঠানো হয়। যারমধ্যে চারটির রিপোর্ট পজিটিভ এসেছে।

 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago