করোনা থেকে সুস্থ হলে আর আক্রান্ত হবে না এমন প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
একবার সুস্থ হয়ে ওঠার পর পুনরায় করোনাভাইরাসের সংক্রমণ হবে না এমন ধারণার পক্ষে এখনও কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার সংস্থাটি জানায়, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর দেহে অ্যান্টিবডি তৈরি হলেও দ্বিতীয়বার সংক্রমণ হবে না এমন প্রমাণ পাওয়া যায়নি।
দ্য গার্ডিয়ান জানায়, করোনা থেকে সুস্থ হয়ে ওঠাদের ‘ঝুঁকিমুক্ত’ কিংবা ‘সুরক্ষিত’ হিসেবে বিবেচনা করার ব্যাপারে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।
জাতিসংঘের এই সংস্থাটি বলছে, এর ফলে ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। কারণ সুস্থ হয়ে ওঠারা নিজেদের সুরক্ষিত মনে করে পরবর্তী স্বাস্থ্য পরামর্শগুলো নাও মেনে চলতে পারেন।
করোনাভাইরাস প্রতিরোধে অ্যান্টিবডি পরীক্ষার কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিয়েও সর্তক করেছে ডব্লিউএইচও।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইমিউনিটি পরীক্ষার ক্ষেত্রে মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলা হতে পারে। প্রথমত, যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে ভুলভাবে ‘করোনা প্রতিরোধ ক্ষমতা আছে’ হিসেবে চিহ্নিত করা হতে পারে। অন্যদিকে, যারা আক্রান্ত হননি তারা ‘করোনা প্রতিরোধ ক্ষমতা নেই’ হিসেবে চিহ্নিত হতে পারেন। মহামারি নিয়ন্ত্রণে এই ধরনের বিভক্তিকরণ মারাত্মক প্রভাব ফেলবে।’
গত সপ্তাহে রয়টার্স জানায়, চিলিতে যারা করোনা থেকে সেরে উঠেছেন তাদের ‘হেলথ পাসপোর্ট’ দেওয়া হচ্ছে। অ্যান্টিবডি পরীক্ষার পর তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘এই মুহূর্তে, আমাদের হাতে অ্যান্টিবডি পরীক্ষার কার্যকারিতার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। তাই “ইমিউনিটি পাসপোর্ট” কিংবা “রিস্ক ফ্রি সার্টিফিকেট” এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে, এই ধরনের সার্টিফিকেট ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।’
Comments