সিলেটে করোনা আক্রান্ত ৫ বছরের শিশুর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে পাঁচ বছরের একটি শিশু মারা গেছে।
আজ শনিবার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করার ঘণ্টাখানেক পর শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, ‘শিশুটি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিল। চিকিৎসার জন্য এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিল। এ অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আজ হবিগঞ্জ থেকে সিলেট পাঠানো হলে বিকেল ৫টার দিকে এই হাসপাতালে ভর্তি করানো হয়।’
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা দোলন চন্দ্র দে জানান, চুনারুঘাটের চা শ্রমিকের সন্তান শিশুটি ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা আক্রান্ত হয়েছে বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে শিশুটির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার ২২ বছর বয়সী চাচাতো ভাইও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।’
এদিকে, একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হবার পর চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
Comments